হোম > সারা দেশ > নওগাঁ

গাছ কাটা নিয়ে দুই খুন, ফাঁসি চেয়ে বিক্ষোভ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রধান আসামিসহ ঘটনায় জড়িতদের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী ও স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে শরিফুল ইসলাম ও আজিজুল হক নামের দুই ব্যক্তি খুনের ঘটনায় প্রধান আসামি রফিকুল ইসলাম ওরফে লালচানসহ জড়িতদের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের তিনমাথা মোড় থেকে শুরু হয়ে থানার গেটে এসে অবস্থান নেয়। এ সময় সেখানে যানজট তৈরি হয়। পরে থানার ওসি হাবিবুর রহমানের অনুরোধে বিক্ষোভকারীরা সরে যান।

বিক্ষোভ মিছিল শেষে নিহত শরিফুল ইসলামের বোন শরিফা বেগম বলেন, ‘আমার ভাইদের লালচানের হাত থেকে রক্ষা করতে পারিনি। কুপিয়ে আমার ভাইদের হত্যা করেছে। আমাদের একটাই দাবি, এ ঘটনার সঙ্গে জড়িত সবার ফাঁসি চাই।’

নিহতের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় সংঘর্ষে তাঁরা মারা যান। নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৬ জন পুরুষ ও চারজন মহিলা।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ৬১ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা হয়েছে। নিহত দুজনকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ১০ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার