সাত বছরের মেয়েটির নাম মরিয়ম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুজিবর রহমান নামের এক ব্যক্তির মরদেহের পাশে বসে কান্না করছিল সে। এমন একটি ভিডিও গত সোমবার সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে।
সেই মরিয়মের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম বার। তিনি ব্যক্তিগতভাবে মরিয়মের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন।
গতকাল শুক্রবার বিকেলে আর্থিক সহায়তার টাকা ওই পরিবারের কাছে হস্তান্তর করেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়া বিপিএম। এ সময় তিনি ওই পরিবারের সার্বিক খোঁজখবর নেন।
পুলিশ সুপার বলেন, ‘ডিএমপির কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম বার, জেলা পুলিশসহ বিভিন্ন ব্যক্তি মরিয়মের পরিবারকে সহায়তা প্রদান করেছেন। ভবিষ্যতেও পরিবারটির সহযোগিতায় পাশে থাকবে পুলিশ।’
ডিএমপির কমিশনারের আর্থিক সহায়তা হস্তান্তরকালে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার বিনয়চন্দ্র সাহা, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।