হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় চার্জারভ্যানসহ কিশোর চালক নিখোঁজ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর মান্দায় চার্জার ভ্যানসহ এক কিশোর চালক তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় গতকাল সোমবার রাতে মান্দা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ কিশোরের নাম শারিকুল ইসলাম (১৪)। সে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের সুলতান আলীর ছেলে।

বাবা সুলতান আলী বলেন, ‘চার্জার ভ্যান চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে জীবিকা নির্বাহ করি। কয়েক দিন ধরে অসুস্থ থাকায় আমি ভ্যান নিয়ে বের হতে পারিনি। এই অবস্থা দেখে ছেলে ভাড়া মারার উদ্দেশে রোববার সকালে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।’

উপজেলার দেলুয়াবাড়ি বাজারের একাধিক ব্যবসায়ী জানান, রোববার সকাল থেকে ভ্যানচালক শারিকুল ইসলামকে দেলুয়াবাড়ি বাসস্ট্যাড এলাকায় যাত্রী বহন করতে দেখা গেছে। বিকেলের পর থেকে বাসস্ট্যাড এলাকায় তাঁকে আর দেখা যায়নি।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

নওগাঁয় তাপমাত্রা নেমে ১২.১ ডিগ্রি সেলসিয়াস

আত্রাইয়ে বৃদ্ধকে খাদে ফেলে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার