হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিজিবি, এলাকায় স্বস্তি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করছেন বিজিবি সদস্যরা। সীমান্তে নিরাপত্তা টহল জোরদারের পাশাপাশি সুধী সমাবেশ করছেন তাঁরা। তাতে সীমান্তবর্তী এলাকার সনাতন ধর্মাবলম্বী বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

আজ রোববার দুপুরে জেলার পত্নীতলা উপজেলার কাশিপুর গ্রামে বসবাসকারী হিন্দু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর খোঁজখবর নিতে যান বিজিবি সদস্যসহ স্থানীয় শিক্ষার্থীরা। পরে কাশিপুর বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে বক্তব্য দেন ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল হামিদ।

বিজিবির অধিনায়ক বলেন, ‘গুজব ছড়িয়ে সনাতন সম্প্রদায় ও ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর মানুষের মধ্যে কেউ কেউ আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন এলাকায় সামাজিক প্রচারমাধ্যমে অপপ্রচার চালানোর খবর পাওয়া যাচ্ছে। সেসব গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিশৃঙ্খলা করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ আইনশৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, পত্নীতলা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি পত্নীতলা উপজেলার কাশিপুর গ্রামসহ আশপাশের গ্রামগুলোতে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবু ভাঙচুরের গুজব আতঙ্ক বিরাজ করছিল। বিজিবি সদস্যরা মাঠে নামার পর সেসব আতঙ্ক কেটে গেছে।

কাশিপুর গ্রামের বাসিন্দা রিনা মণ্ডল বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে ভাঙচুরের খবর শুনতে পাচ্ছি। কিন্তু আমাদের এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা শান্তিতেই বসবাস করছি। এ ছাড়া বিজিবির সদস্যরা এসে আমাদের এলাকার খোঁজখবর নিচ্ছেন। কোনো সমস্যা হলে তাঁরা আমাদের পাশে দাঁড়াবেন জানিয়েছেন। আমরা শান্তিশৃঙ্খলার সঙ্গেই বসবাস করছি দুশ্চিন্তাও কেটে গেছে।’

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার