হোম > সারা দেশ > নওগাঁ

মাতাল অবস্থায় সীমানা পেরিয়ে বাংলাদেশে, বিএসএফ সদস্য ‘হেফাজতে’

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দিলীপ কুমার (৪০) নামের এক সদস্যকে আটক করেন স্থানীয়রা। পরে তাঁকে বিজিবি ক্যাম্পে সোপর্দ করেন তাঁরা। এ সময় তাঁর কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ডগ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ধামইরহাট উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাঁকে হেফাজতে নেন। 

বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলীপ কুমার ইউনিফর্ম পরা অবস্থায় মদ পান করে মাতাল হয়ে ২৭১/৪ এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে ধামইরহাট উপজেলার কালুপাড়া এলাকায় গ্রামবাসী তাঁকে আটক করে স্থানীয় কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দিলে বিজিবির সদস্যরা তাঁকে উদ্ধার করেন। 

বিষয়টি নিশ্চিত করে ১৪-বিজিবি পত্নীতলার কমান্ডার লে. কর্নেল এস এম নাদিম আরেফিন বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলীপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করেন। পরে স্থানীয় গ্রামবাসী তাঁকে ঘিরে ফেলে। এরপর আমাদের খবর দিলে তাঁকে উদ্ধার করে আমাদের হেফাজতে নেওয়া হয়।’ 

লে. কর্নেল আরেও বলেন, আজ রোববার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

নওগাঁয় তাপমাত্রা নেমে ১২.১ ডিগ্রি সেলসিয়াস