হোম > সারা দেশ > নওগাঁ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক বন্ধুর, গুরুতর আহত আরেকজন 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মো. রাওয়ানুল ইসলাম জয় (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা তাহমিদ (২২) নামে তাঁর এক বন্ধু গুরুতর আহত হন।

গতকাল সোমবার রাতে দুই বন্ধু জয়পুরহাট থেকে বাড়ি ফেরার পথে উপজেলার মঙ্গলবাড়ি-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের বোর্ড ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক মো. রাওয়ানুল ইসলাম জয় নওগাঁর ধামইরহাট পৌরসভার ফার্শিপাড়া এলাকার আতোয়ারের ছেলে। আহত মোটরসাইকেল আরোহী তাহমিদ (২২) তিনি একই মহল্লার শহিদুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাওয়ানুল ইসলাম জয় মঙ্গলবাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা জয়পুরহাটমুখী একটি ট্রাক পার্শ্ববর্তী বোর্ডঘর নামক এলাকায় এলে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক জয় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেলের পেছনে বসে থাকা অপর জন তাহমিদ গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চাচা আব্দুর রাজ্জাক বলেন, বাদ আছর জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন করা হবে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার