হোম > সারা দেশ > নওগাঁ

ধামইরহাট সীমান্তে এক নারীকে পুশ ইন করেছে বিএসএফ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

আছিয়া খাতুন। ছবি: আজকের পত্রিকা।

নওগাঁর ধামইরহাটে আছিয়া খাতুন (৪৮) নামের এক নারীকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলার কালুপাড়া বিওপির কোম্পানি কমান্ডার আইয়ুব আলী।

আছিয়া খাতুন যশোর জেলার ইসুবপুর গ্রামের মৃত রুহুল আমিনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইয়ে একটি স্কুলে আয়ার কাজ করতেন। কোম্পানি কমান্ডার আইয়ুব আলী বলেন, উপজেলার সীমান্ত পিলার ২৭১/৭ এসের সীমান্ত দিয়ে মধ্যরাতে বিএসএফ আছিয়া খাতুনকে বাংলাদেশে পুশ ইন করে। দুপুরে স্থানীয়রা ওই এলাকায় মাঠের মধ্যে গরু বাঁধতে গেলে ওই নারীকে দেখতে পেয়ে বিজিবিকে জানায়। পরে তাঁকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ভুক্তভোগী আছিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে একটি স্কুলে আয়ার কাজ করতেন। বিএসএফের সদস্যরা রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, আছিয়া খাতুনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে ওই গৃহবধূকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মা-মেয়ের

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা