হোম > সারা দেশ > নওগাঁ

বগুড়ায় সাংবাদিকের দ্বিখণ্ডিত মরদেহ, পরিবার বলছে হত্যা, দুর্ঘটনার ধারণা পুলিশের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির বগুড়া-নওগাঁ মহাসড়কে এক সাংবাদিকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে আছে ধোঁয়াশা। গতকাল বুধবার রাতে উপজেলার মুরইল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সাংবাদিকের নাম মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৫৬)। তিনি দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। 

পরিবার সূত্রে জানা যায়, রাতে ১১টার দিকে নিজ গ্রামের একটি অনুষ্ঠান শেষ করে তাঁর এক আত্মীয়কে মোটরসাইকেলে করে সাহারপুকুর বাজারে রেখে তিনি ফিরছিলেন।

পুলিশ বলছে, রাত ১১টার দিকে মঞ্জুরুল বাজার অতিক্রম করে জয় ফিলিং স্টেশনের (পেট্রলপাম্প) কাছে পৌঁছালে অজ্ঞাত কোনো ভারী যানের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর শরীর দ্বিখণ্ডিত হয়েছে।

নিহত সাংবাদিক মঞ্জুরুল ইসলামের ছেলে মেজবাউল মুরসালিন দাবি করেন, তাঁর বাবা সড়ক দুর্ঘটনায় নিহত হননি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁর বাবার মৃত্যুর সঠিক রহস্য উদ্‌ঘাটন করতে হবে।

সাংবাদিক মিহির কুমার সরকার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মৃতের মরদেহ এভাবে মাঝামাঝি দ্বিখণ্ডিত হয় কোনো দিন দেখি নাই। মরদেহটি দেখলে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। সাংবাদিক সমাজের পক্ষ থেকে দাবি পুলিশ-প্রশাসন সঠিকভাবে তদন্ত করে সাংবাদিক মঞ্জুর প্রকৃত মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করবে।’

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে জানান, অজ্ঞাত কোনো বাস বা ট্রাকের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত