হোম > সারা দেশ > নওগাঁ

শাশুড়িকে ধর্ষণের ঘটনায় মামলা, জামাতা গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় শাশুড়িকে ধর্ষণের ঘটনায় করা মামলায় জামাতা ফরহাদ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ বুধবার ভোরে ঢাকার তুরাগ থানার চাণ্ডালভোগ জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

গ্রেপ্তার ফরহাদ হোসেন নওগাঁ সদর থানার দুবলহাটি বনগাঁ গ্রামের মৃত মান্নানের ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ আগস্ট নাতি মারা যাওয়ায় মেয়েকে দেখতে জামাতা ফরহাদের বাড়িতে যান তাঁর শাশুড়ি। গত ২১ সেপ্টেম্বর খাওয়া শেষে রাত ১০টার দিকে পাশের ঘরে ঘুমিয়ে পড়েন ভুক্তভোগী শাশুড়ি। রাত ৩টার দিকে জামাতা ফরহাদ চুপিসারে তাঁর শাশুড়ির ঘরে ঢুকে স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় ভুক্তভোগী বুঝতে পেরে তাঁর মেয়েকে ডাক দেওয়ার চেষ্টা করলে ফরহাদ মুখ চেপে ধরেন এবং মেরে ফেলার ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। তিনি লজ্জায় ও ভয়ে কাউকে বিষয়টি জানাননি। পরদিন বিকেল ৪টার দিকে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তাঁর মেয়েকে জানান এবং নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরে তিনি বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা করেন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর থেকে আসামি ফরহাদ পলাতক ছিলেন। পরে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকার তুরাগ থানার চাণ্ডালভোগ জামে মসজিদের সামনে থেকে পলাতক আসামি ফরহাদকে গ্রেপ্তার করে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন