হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা কমতে শুরু করেছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে জেলায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ১২৩ জনের।

 আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মঞ্জুর-এ মোর্শেদ জানান, নওগাঁ মেডিকেল কলেজ, বগুড়া টিএমএসএস হাসপাতাল আরটি-পিসিআর ল্যাবে এবং নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে ১৬৪ নমুনার অ্যান্টিজেন পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৯২ শতাংশ। আক্রান্তের এই হার এখন পর্যন্ত জেলায় সর্বনিম্ন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯৮ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৪ জন, রানীনগরে ৩ জন, আত্রাইয়ে ১ জন, মহাদেবপুরে ১ জন এবং মান্দা উপজেলায় ৪ জন। এদিকে একই সময় নতুন করে সুস্থ হয়েছেন ১২ জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৪১৬ জন। সেই হিসেবে বর্তমানে করোনা আক্রান্ত রয়েছেন ৫৮২ জন। তাঁদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন। বাকিরা নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। 

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন