নওগাঁয় করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা কমতে শুরু করেছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে জেলায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ১২৩ জনের।
আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মঞ্জুর-এ মোর্শেদ জানান, নওগাঁ মেডিকেল কলেজ, বগুড়া টিএমএসএস হাসপাতাল আরটি-পিসিআর ল্যাবে এবং নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে ১৬৪ নমুনার অ্যান্টিজেন পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৯২ শতাংশ। আক্রান্তের এই হার এখন পর্যন্ত জেলায় সর্বনিম্ন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯৮ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৪ জন, রানীনগরে ৩ জন, আত্রাইয়ে ১ জন, মহাদেবপুরে ১ জন এবং মান্দা উপজেলায় ৪ জন। এদিকে একই সময় নতুন করে সুস্থ হয়েছেন ১২ জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৪১৬ জন। সেই হিসেবে বর্তমানে করোনা আক্রান্ত রয়েছেন ৫৮২ জন। তাঁদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন। বাকিরা নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।