হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় তাপমাত্রার পারদ ৯ ডিগ্রির নিচে, কাঁপছে মানুষ

নওগাঁ প্রতিনিধি

উত্তরের জেলা নওগাঁয় বেড়েছে শীত। কুয়াশার সঙ্গে যোগ হয়েছে হিমেল হাওয়া। শীতের এমন দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। 

আজ শনিবার সকালে নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। জেলায় এই মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। 

গত কয়েক দিন ধরেই নওগাঁয় তাপমাত্রা থাকছে ১০ ডিগ্রির আশপাশে। সন্ধ্যার পর থেকেই কুয়াশা আর দিনভর হিমেল হাওয়ায় বেড়েছে শীত। বেলা ১১টা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। দিনভর দেখা মিলছে না সূর্যের। সারা দিনে অল্প সময়ের জন্য দেখা পাওয়া গেলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। এতে ঘর থেকে বের হওয়ায় কঠিন হয়ে পড়েছে। 

আজ সকালে নওগাঁর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। ঝিরিঝিরি বাতাস বইতে থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শীত ও কুয়াশার মধ্যে গায়ে গরম কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছেন গন্তব্যে। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। পথের ধারে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। 

মুক্তির মোড়ে কথা হয় রিকশাচালক এনামুল হকের সঙ্গে। বলেন, ‘কুয়াশা আর ঠান্ডা বাতাস বেশি হচ্ছে দুই দিন ধরে। ঠান্ডায় মানুষের চলাচল কমেছে। ভাড়াও কমে গেছে। পেটের তাগিদে বের হয়েছি। খুব কষ্টে আছি।’

দিনমজুর ইকবাল হোসেন বলেন, ‘এই কনকনে শীত আর ঘন কুয়াশায় কাজে যাওয়া যে কী কষ্টকর, তা বলে বোঝানো সম্ভব নয়। তার পরও কষ্ট করে বের হয়েছি।’ রিকশাচালক কালাম হোসেন বলেন, মোটা গরম কাপড় পরেও শীত মানছে না। হাত-পা বরফের মতো ঠান্ডা থাকছে। 

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটাই এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই শীত জেঁকে বসেছে। 

তিনি জানান, গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস আর বুধবার ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

অন্যদিকে, টানা শীত ও কুয়াশার কারণে সবজিখেত ও ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। কৃষকদের ফসল রক্ষায় বীজতলা ভালোভাবে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার