হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় ট্রাক্টরের চাপায় যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনিয়ারী ইউনিয়নের মস্কিপুর পাগলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম মো. রিপন প্রামাণিক (৩০)। তিনি উপজেলার মনিয়ারী ইউনিয়নের লালপাড়া গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে। 

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে রিপন আত্রাই সদর থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি লালপাড়া গ্রামে ফিরছিলেন। এ সময় উপজেলার মস্কিপুর পাগলা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিপন মোটরসাইকেল থেকে ছিটকে পাকা সড়কে পড়ে যান। পরে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মারা যান। 

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিপনের মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তা ছাড়াও ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহতের পরিবারের কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি। 

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট