হোম > সারা দেশ > নওগাঁ

জমি নিয়ে বিরোধ, নওগাঁয় মাইক্রোবাসচালককে কুপিয়ে হত্যা

­­­নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় মাইক্রোবাসচালককে হত্যার খবরে বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

নওগাঁয় নজরুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা সদরের দক্ষিণ সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ির পাশের একখণ্ড জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নজরুল ইসলাম ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন।

নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশে একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মান্নানের সঙ্গে নজরুলের দ্বন্দ্ব চলছিল। নজরুলের লাগানো কয়েকটি আমগাছ কেটে ফেলা নিয়ে আজ সকালে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মান্নান ধারালো অস্ত্র দিয়ে নজরুলকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান। তাতে রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলেই ঢলে পড়েন। ঘটনার পর উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নজরুল মারা যান।

নিহত নজরুলের বোন আঞ্জুয়ারা অভিযোগ করে বলেন, ‘জমি নিয়ে দ্বন্দ্বের জেরে মান্নান ও তাঁর পরিবারের লোকজন প্রায়ই নজরুলকে হত্যার হুমকি দিত। তারা পরিকল্পিতভাবে ঝগড়ায় জড়িয়ে আমার ভাইকে হত্যা করেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট