নওগাঁর নিয়ামতপুরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কুলসুম বিবি (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার শালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলসুম বিবি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দারাজপুর গ্রামের আজিমুদ্দিনের স্ত্রী।
এলাকাবাসী জানায়, আজ শুক্রবার সকালে উপজেলা সদরে কেনাকাটা সেরে ছেলে মানজির হোসেনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কুলসুম বিবি। পথে বটতলী চারমাথা মোড়ের দিক থেকে আসা ট্রাক দেখে ব্রেক কষলে বৃষ্টিতে ভেজা রাস্তায় মোটরসাইকেলের চাকা পিছলে গিয়ে ছিটকে পড়েন ওই নারী। এ সময় দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়।
এলাকাবাসী আরও জানায়, এ সময় আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার সারমিন সুলতানা মুন তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।