হোম > সারা দেশ > নওগাঁ

স্ত্রীর মাথার চুল কেটে নির্যাতন, যুবক গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় মাথার চুল কেটে দিয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী আব্দুল কুদ্দুসকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট মুল্লুক আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আব্দুল কুদ্দুস ছোট মুল্লুক গ্রামের মৃত বাবর আলী ভুট্টুর ছেলে। তাঁর স্ত্রীর নাম নুরজাহান বেগম (২৭)। তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার রামগাঁ গ্রামের জহির উদ্দিনের মেয়ে। এ দম্পতির দুটি শিশু সন্তান রয়েছে।

নির্যাতনের শিকার নুরজাহান বেগম জানান, তাঁর স্বামী আব্দুল কুদ্দস ঢাকায় থেকে রিকশা চালিয়ে উপার্জন করেন। গত ২৫ নভেম্বর বাড়িতে যান আব্দুল কুদ্দুস। ওই রাতে পরকীয়ায় ভিত্তিহীন অভিযোগ তুলে নুরজাহানকে বেধড়ক মারধর করা হয়। একই অভিযোগে পরদিন রাতে দ্বিতীয় দফায় মারধর করেন স্বামী আব্দুল কুদ্দুস। এ সময় কাঁচি দিয়ে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়।

ভুক্তভোগী নুরজাহান বেগম অভিযোগ করে বলেন, ‘আজ বুধবার সকালে আবারও মারধর করে আমার গলায় ছুরি ঠেকিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় আমাদের মেয়ে কারিমা খাতুন তার বাবার পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। এ সুযোগে আমি বাড়ি থেকে পালিয়ে জয়বাংলা মোড়ে মেম্বার বিষ্ণুপদ সাহার দোকানঘরে আশ্রয় নেই।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল কুদ্দুস স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার বিষয়টি অকপটে স্বীকার করেন।

কালিকাপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিষ্ণুপদ সাহা বলেন, ‘ঘটনার বিষয়ে অবহিত হয়ে গ্রামপুলিশের সহায়তায় আব্দুল কুদ্দুসকে আটক করে ভুক্তভোগীসহ তাঁকে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। পরে পুলিশ এসে আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করে নিয়ে যায়।’

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ‘ঘটনায় ভিকটিম নুরজাহান বেগম বাদী হয়ে স্বামী আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে মামলা করেছেন। আসামি কুদ্দুসকে আদালতে পাঠানো হবে।’

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

নওগাঁয় তাপমাত্রা নেমে ১২.১ ডিগ্রি সেলসিয়াস