হোম > সারা দেশ > নওগাঁ

মোটরসাইকেল-ভটভটির সংঘর্ষে চালক নিহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ইঞ্জিনচালিত ভ্যান ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। 

আজ রোববার সকালে উপজেলার বিহারীনগর পিড়লডাঙ্গা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম আব্দুল কাইয়ুম (২৮)। তিনি মোটরসাইকেল চালক ছিলেন ও সাপাহার হাপানিয়া বেলডাঙ্গা এলাকার শফিকুল ইসলামের ছেলে কাইয়ুম। আহত মোটরসাইকেল আরোহী আব্দুল আলীম একই এলাকার আব্দুল জলিলের ছেলে। তাঁরা মুরগি ব্যবসায়ী ছিলেন। 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, সকালে উপজেলার লক্ষীতারা এলাকায় মনজুরুল আলম রাজার ইট ভাটার সামনে মোটরসাইকেল ও ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। অপর মোটরসাইকেল আরোহী আব্দুল আলীম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ওসি আরও জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল, ভটভটিসহ মরদেহটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভটভটি চালক পলাতক রয়েছেন, তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে