হোম > সারা দেশ > নওগাঁ

সড়ক দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বাঁকে বসেছে আয়না

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

সড়ক দুর্ঘটনা এড়াতে নওগাঁ নিয়ামতপুর উপজেলা সদর থেকে পোরশা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কে ২০টি সড়ক আয়না (কনভেক্স মিরর) স্থাপন করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। আয়না দিয়ে আঁকাবাঁকা সড়কের অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়ায় চালকেরা দুর্ঘটনা এড়াতে সহায়তা পাচ্ছেন। প্রতিটি সড়কের বাঁকে এমন আয়না স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

সহজ বিভাগ সূত্র জানায়, নিয়ামতপুর-পোরশা আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য প্রায় ৩৫ কিলোমিটার। এই সড়কে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে ২০ লাখ টাকা ব্যয়ে ২০টি সড়ক আয়না স্থাপন করা হয়েছে। 

সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর ইউনিয়নের (টিএলবি) ব্রিজ এলাকায় স্থাপন করা হয়েছে সড়ক আয়না। এ বিষয়ে প্রতিবেদকের কথা হয় কয়েকজন মোটরসাইকেল, ভ্যান ও ট্রাক চালকের। 

তাঁরা বলেন, গোলাকার আকৃতির সড়ক আয়নার সহায়তায় সড়কের বাঁকে বিপরীত দিক থেকে আসা যানবাহনের গতি ও ছবি স্পষ্ট দেখা যায়। এতে করে নিজ নিজ গাড়ির গতিনিয়ন্ত্রণ করে নিরাপদে অতিক্রম করা যাচ্ছে। তাঁদের চাওয়া এ ধরনের আয়না প্রত্যেক সড়কে স্থাপন করলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। 

ট্রাকচালক সাইফুল ইসলাম বলেন, ‘এই সড়কে বাঁক বেশি হওয়ায় ঝুঁকি নিয়েই চলতে হতো। সড়কে আয়না স্থাপন করায় এখন বিপরীত দিকে আসা যানবাহন সহজেই নজরে আসছে।’ 

ভ্যানচালক আকবর হোসেন বলেন, গোলাকৃতির সড়ক আয়নার সহায়তায় সড়কের বাঁকে বিপরীত দিক থেকে আসা যানবাহনের গতি ও ছবি স্পষ্ট দেখা যায়। এতে করে নিজ নিজ গাড়ির গতিনিয়ন্ত্রণ করে নিরাপদে অতিক্রম করা যাচ্ছে। তাঁর চাওয়া, এ ধরনের আয়না প্রত্যেক সড়কে স্থাপন করলে সড়ক দুর্ঘটনা কমে আসবে। 

ওষুধ কোম্পানির প্রতিনিধি মোটরসাইকেলের চালক রবিউল ইসলাম বলেন, নিয়মিতভাবে এই রাস্তায় চলাচল করতে হয়। মাস তিনেক আগে চৌপুকুরিয়া মোড়ে এক অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর জখম হন। এখন সড়ক আয়নার কারণে ঝুঁকিপূর্ণ বাঁকে নিরাপদে চলাচল করা সম্ভব হচ্ছে। 

এ বিষয়ে নওগাঁ জেলা (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনা কমানোর জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়ন করছে সড়ক ও জনপদ বিভাগ। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষামূলকভাবে নিয়ামতপুর-পোরশা সড়কের ২০টি বাঁকে স্থাপন করা হয়েছে সড়ক আয়না। পর্যায়ক্রমে জেলার প্রতিটি সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে এগুলো স্থাপন করা হবে।

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

নওগাঁয় তাপমাত্রা নেমে ১২.১ ডিগ্রি সেলসিয়াস