হোম > সারা দেশ > নওগাঁ

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলার মহাদেবপুর-মাতাজী সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাকাওয়াত হোসেন (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে মহাদেবপুর-মাতাজী সড়কের পাশে আওয়ামী লীগের পুরোনো অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকাওয়াত হোসেন উপজেলার হাতুড় গ্রামের রহমতুল্লাহ হোসেনের ছেলে। তিনি উপজেলার গাহলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। 

থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ বিকেলে সাকাওয়াত মোটরসাইকেলে করে উপজেলার মহাদেবপুর সদর বাজার থেকে মাতাজী হাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাদেবপুর-মাতাজী সড়কের আওয়ামী লীগের পুরোনো অফিসের সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন। এ সময় উপজেলার নওহাটা মোড় এলাকায় পৌঁছালে মারা যান তিনি। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই শিক্ষকের পরিবারের কোনো অভিযোগ নেই। অভিযোগ না থাকায় আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত