হোম > সারা দেশ > নওগাঁ

নিয়ামতপুরে ভোটারের দীর্ঘ সারি, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার। সকালে নওগাঁর ভোটকেন্দ্রগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। 

সকালে উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন। উপজেলার বাসুদেবপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুলালি নামের এক ভোটার বলেন, ‘সকালে সংসারের কাজ সেরে ভোটকেন্দ্রে এসেছি। এসেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে। উৎসবমুখর পরিবেশে পরিবারের সবাই মিলে ভোট দিতে এসেছি।’ 

ওই কেন্দ্রের মল্লিকা বর্মন নামের আরেক ভোটার বলেন, ‘ভোটকেন্দ্রে কোনো সমস্যা নেই। কেউ কোনো জোর করেনি, ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।’ 

প্রিসাইডিং কর্মকর্তা সুজন আলী বলেন, সকাল থেকেই ভোটাররা ভিড় করছেন কেন্দ্রে। আশা করা হচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে। 

উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন