হোম > সারা দেশ > নওগাঁ

নিয়ামতপুরে ভোটারের দীর্ঘ সারি, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার। সকালে নওগাঁর ভোটকেন্দ্রগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। 

সকালে উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন। উপজেলার বাসুদেবপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুলালি নামের এক ভোটার বলেন, ‘সকালে সংসারের কাজ সেরে ভোটকেন্দ্রে এসেছি। এসেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে। উৎসবমুখর পরিবেশে পরিবারের সবাই মিলে ভোট দিতে এসেছি।’ 

ওই কেন্দ্রের মল্লিকা বর্মন নামের আরেক ভোটার বলেন, ‘ভোটকেন্দ্রে কোনো সমস্যা নেই। কেউ কোনো জোর করেনি, ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।’ 

প্রিসাইডিং কর্মকর্তা সুজন আলী বলেন, সকাল থেকেই ভোটাররা ভিড় করছেন কেন্দ্রে। আশা করা হচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে। 

উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার