হোম > সারা দেশ > নওগাঁ

বদলগাছীতে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে আগুনে পুড়ে আলতাফ হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গোড়শাহী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন ওই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে। 

আজ শুক্রবার বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’ 

স্থানীয় লোকজন জানান, বৃদ্ধ আলতাফ হোসেন বাড়ির আঙিনার সামনে আলাদা একটি ঘরে বসবাস করতেন। গতকাল রাতে হঠাৎ করেই তাঁর ঘরে আগুন দেখতে পান এক প্রতিবেশী। এরপর ওই প্রতিবেশীর চিৎকারে অন্য প্রতিবেশী ও স্বজনেরা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু আগুন নেভানোর আগেই আলতাফ পুড়ে মারা গেছেন। একই সঙ্গে দুটি ছাগল এবং ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। 

নিহত আলতাফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম বলেন, ‘এভাবে আমার বাবা আগুনে পুড়ে মারা যাবে কখনো ভাবতেই পারিনি। আমার সব শেষ হয়ে গেল। ধারণা করছি-বাড়ির চুলা অথবা কয়েলের আগুন থেকে এই ঘটনা ঘটেছে।’ 

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডল বলেন, ‘ঘটনাটি জানার পরে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে নিহতের পরিবারের মধ্যে ৩০ হাজার টাকা সরকারিভাবে সহযোগিতা করা হয়েছে এবং কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে।’

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার