হোম > সারা দেশ > নওগাঁ

অবশেষে প্রথম স্বামীর ঘরেই গেলেন সেই তরুণী 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

অবশেষে দ্বিতীয় স্বামীকে ছেড়ে প্রথম স্বামীর ঘরেই ফিরে গেলেন নওগাঁর মান্দা উপজেলা থেকে উদ্ধার হওয়া আলোচিত সেই তরুণী। গতকাল রোববার বিকেলে বাবা-মার জিম্মায় মান্দা থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

ওই তরুণীর মা জানান, মেয়ে ভুল করে অন্য একটি ছেলের সঙ্গে চলে এসেছিল। তাঁরা বিয়েও করেছে বলে জানিয়েছে। পুলিশের হেফাজতে আসার পর তাঁকে বোঝানো হয়। এতে নিজের ভুল বুঝতে পেরে প্রথম স্বামীর ঘরেই ফিরে যান তাঁর মেয়ে। 

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে রোববার সকালে দ্বিতীয় স্বামীর বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। এ সময় তাঁর দ্বিতীয় স্বামীকেও আটক করা হয়েছিল। কিন্তু ওই তরুণী কিংবা তাঁর পরিবার মামলা করতে রাজি না থাকায় বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। 

ওসি আরও বলেন, মামলা না হওয়ায় ওই তরুণীর দ্বিতীয় স্বামী দাবিদার আরিফুল ইসলাম রুবেলকেও একইভাবে তাঁর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 

উল্লেখ্য, প্রথম স্বামীকে তালাক না দিয়েই রাজধানীর বাড্ডা এলাকা থেকে গত ১৭ ফেব্রুয়ারি নিরুদ্দেশ হন ওই তরুণী। নিরুদ্দেশ স্ত্রীকে খুঁজতে গিয়ে জানাজানি হয় তাঁর দ্বিতীয় বিয়ের কাহিনি। পরে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে প্রথম স্বামীসহ ওই তরুণীর বাবা-মা মান্দা থানা-পুলিশের শরণাপন্ন হন। পরে উপজেলার একটি গ্রাম থেকে দ্বিতীয় স্বামীসহ ওই তরুণীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছিল পুলিশ। 

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট