হোম > সারা দেশ > নওগাঁ

১০০০ দুস্থ পেল শীতবস্ত্র ও ফ্রি চিকিৎসা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ১ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিনা মূল্যে চিকিৎসা সেবা, চক্ষু সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দিনব্যাপী উপজেলার লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এটি আয়োজন করে উইমেন্স এম্পাওয়ারর্মেন্ট অর্গানাইজেশন, ইরান হুইল ক্লাব অব ঢাকা ওয়াসিস, প্রতিধ্বনি, উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচার, গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর এবং ফেইথ বাংলাদেশ।

এ সময় ১ হাজার দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র, বিনা মূল্যে চিকিৎসা সেবা, চক্ষু সেবা ও ওষুধ বিতরণ ছাড়াও স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং অকুপেনশনাল থেরাপিস্টের তত্ত্বাবধানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা বলা ও মানসিক বিকাশের সমস্যা আছে কিনা তা নির্ণয় করা হয়।

অনুষ্ঠানে উইমেন্স এম্পাওয়ারর্মেন্ট অর্গানাইজেশনের সভাপতি নাজমা মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইরান হুইল ক্লাবের ডিসট্রিক্ট চেয়ারম্যান এঞ্জেলা বৈশাখী মেনডেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কার্যক্রমের আহ্বায়ক ফেইথ বাংলাদেশ নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিধ্বনির সভাপতি সানজিদা ভূঁইয়া, উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচারের সম্পাদক ফাহমিদা সুলতান, ইরান হুইল ক্লাব অব ঢাকা ওয়াসিসের প্রেসিডেন্ট শাহিদা হয়দার দীপ্তি।

আয়োজকেরা জানান, প্রায় এক যুগ ধরে সংগঠনগুলো প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় লক্ষনপাড়া এলাকায় এসব কার্যক্রম হাতে নেওয়া হয়। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা। 

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মা-মেয়ের

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা