হোম > সারা দেশ > নওগাঁ

১০০০ দুস্থ পেল শীতবস্ত্র ও ফ্রি চিকিৎসা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ১ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিনা মূল্যে চিকিৎসা সেবা, চক্ষু সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দিনব্যাপী উপজেলার লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এটি আয়োজন করে উইমেন্স এম্পাওয়ারর্মেন্ট অর্গানাইজেশন, ইরান হুইল ক্লাব অব ঢাকা ওয়াসিস, প্রতিধ্বনি, উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচার, গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর এবং ফেইথ বাংলাদেশ।

এ সময় ১ হাজার দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র, বিনা মূল্যে চিকিৎসা সেবা, চক্ষু সেবা ও ওষুধ বিতরণ ছাড়াও স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং অকুপেনশনাল থেরাপিস্টের তত্ত্বাবধানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা বলা ও মানসিক বিকাশের সমস্যা আছে কিনা তা নির্ণয় করা হয়।

অনুষ্ঠানে উইমেন্স এম্পাওয়ারর্মেন্ট অর্গানাইজেশনের সভাপতি নাজমা মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইরান হুইল ক্লাবের ডিসট্রিক্ট চেয়ারম্যান এঞ্জেলা বৈশাখী মেনডেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কার্যক্রমের আহ্বায়ক ফেইথ বাংলাদেশ নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিধ্বনির সভাপতি সানজিদা ভূঁইয়া, উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচারের সম্পাদক ফাহমিদা সুলতান, ইরান হুইল ক্লাব অব ঢাকা ওয়াসিসের প্রেসিডেন্ট শাহিদা হয়দার দীপ্তি।

আয়োজকেরা জানান, প্রায় এক যুগ ধরে সংগঠনগুলো প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় লক্ষনপাড়া এলাকায় এসব কার্যক্রম হাতে নেওয়া হয়। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা। 

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

নওগাঁয় তাপমাত্রা নেমে ১২.১ ডিগ্রি সেলসিয়াস