হোম > সারা দেশ > নওগাঁ

বদলগাছীতে গৃহবধূকে নির্যাতন করে মাথার চুল কেটে দিলেন শাশুড়ি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে। গত শুক্রবার সকাল ১০টায় বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুরের হাড়ীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। 

জানা গেছে, বাড়িতে লোকজন না থাকায় গৃহবধূকে একা পেয়ে মারপিট করে ও কাঁচি দিয়ে মাথার চুল কর্তন করেছেন তার শাশুড়ি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দু-এক আগে সোহেল রানার সঙ্গে বদলগাছীর দোনইল গ্রামের সান্ত্বনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ছেলের বউকে পছন্দ না হওয়ায় প্রায়ই নির্যাতন করতেন শাশুড়ি রশিদা বেগম। গত শুক্রবার আবারও সান্ত্বনাকে নির্যাতন করা হয়। অত্যধিক নির্যাতনের ফলে সান্ত্বনা বেগম অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় বিকেল ৫টায় বদলগাছী হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বর্তমানে সান্ত্বনা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ব্যপারে সান্ত্বনার স্বামী সোহেল বলেন, ‘বিয়ের কিছুদিন পর থেকে আমার মা সান্ত্বনাকে মাঝে মধ্যেই মারপিট করত। বাঁধা দিলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে বলে হুমকি দিত। আমি সেই দিন বাড়িতে না থাকায় তাঁকে নির্যাতন করে চুল কর্তন করে দিয়েছে।’ 

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত গৃহবধূর মা সাবিনা বেগম।

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন