হোম > সারা দেশ > নওগাঁ

শেষ সম্বল তিন গরু চুরি, কাঁদছেন গরিব বৃদ্ধ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে এবার এক হতদরিদ্র বৃদ্ধের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিয়ালা গ্রামের বৃদ্ধ নাসির উদ্দীন মণ্ডলের গরু তিনটি চুরি হয়। এ ঘটনায় থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ নিয়ে গত আট দিনে উপজেলায় ১০টি গরু চুরির ঘটনা ঘটল। তিন গরু হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন নাসির উদ্দীন। এগুলোই ছিল তাঁর সংসার চালানোর একমাত্র সম্বল। আজ শুক্রবার তিনি জানান, গতকাল সন্ধ্য়ায় গরুগুলো গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন তিনি। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান তিনটি গরুই চুরি হয়ে গেছে। গরু তিনটির মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা হবে বলে জানান তিনি। নাসির উদ্দীন বলেন, বাড়ির ভিটে ও ওই তিনটি গরু ছাড়া তাঁর কোনো সম্বল নেই। গরুগুলো লালন–পালন করে যে আয় হয়, তা দিয়েই সংসার চলত। চোরেরা তাঁর সেই গরু তিনটি চুরি করে নিয়ে গেল।

এর আগে গত বুধবার রাতে উপজেলার জলকৈ গ্রামের জাহিদুল ইসলাম আলেমের একটি গরু চুরি হয়। ৩ মে রাতোয়াল গ্রামের মজিবুর রহমান ও তাঁর ছেলে দুলাল হোসেনের চারটি গরু চুরি হয়। গত ৩০ এপ্রিল গুয়াতা গ্রামের সিদ্দিক তালুকদারের গোয়ালঘরের তালা কেটে দুটি গরু চুরি হয়। তবে এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা চুরি হওয়া গরুগুলো এখনো উদ্ধার করতে পারেনি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, শিয়ালা গ্রামে গরু চুরি হয়েছে। পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরুগুলো উদ্ধার ও জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

নওগাঁয় তাপমাত্রা নেমে ১২.১ ডিগ্রি সেলসিয়াস

আত্রাইয়ে বৃদ্ধকে খাদে ফেলে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে মারধর করে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

৩০৭ কমিউনিটি ক্লিনিকের বেশির ভাগই জরাজীর্ণ

নওগাঁয় ট্রাকচাপায় সেনাসদস্য নিহত

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান আটক

বালুডাঙ্গা বাস টার্মিনাল: সড়ক প্রশস্তকরণেও মিলছে না সুফল

মনোনয়ন ঘিরে অস্থিরতা: নওগাঁয় বিএনপিতে অসন্তোষ