হোম > সারা দেশ > নওগাঁ

জরুরি ওষুধ সরবরাহের ভ্যানে ১০০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) রাজশাহী ক্যাম্পের সদস্যরা। র‍্যাব বলছে, জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত লেখা সংবলিত একটি কাভার্ড ভ্যানে ১০০ কেজি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল তাঁরা। 

বুধবার দিবাগত রাতে নওগাঁ শহরের বাইপাস মোড় এলাকার সড়কের চেকপোস্টে তাঁদের গাড়ি থামানো হয়। জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত লেখা সংবলিত কাভার্ড ভ্যানে গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। 

গ্রেপ্তার দুজন হলেন-কুমিল্লা জেলার মুরাদনগর থানার দিলারপুর গ্রামের খুরশিদের ছেলে বাশার ও হীরাকান্দা গ্রামের মান্নানের ছেলে (ড্রাইভার) শাহজালাল। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৫ রাজশাহী ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে বসিয়ে দুজনকে গাঁজাসহ গ্রেপ্তার করে। আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 

কাভার্ড ভ্যান থেকে গাঁজা ছাড়াও ২১২ বোতল পানি, ২৫০টি টিস্যু বক্স, ২৫টি খালি কার্টুন, গাড়ির কাগজপত্র, নগদ চার হাজার টাকা ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।  

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট