হোম > সারা দেশ > নওগাঁ

কৌতুক অভিনেতা চিকন আলীর প্রার্থিতা বাতিল 

নওগাঁ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ সোমবার যাচাই-বাছায়ে এক শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল থাকায় তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক শতাংশ ভোটারের সমর্থনসূচক দাখিলকৃত তালিকায় গরমিল থাকায় শামীনুর রহমানের (চিকন আলী) প্রার্থিতা দৈবচয়ন এর ভিত্তিতে বাতিল করা হয়েছে। তার মনোনয়নপত্রে সমর্থন তালিকায় গরমিল থাকায় বৈধতা দেওয়া সম্ভব হয়নি। তবে তিনি আপিল করার সুযোগ পাবেন। 

এ বিষয়ে চিকন আলী বলেন, প্রথমবারের মতো কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছি। ভোটারের সমর্থনসূচক তালিকায় ক্রমিক নম্বরে গরমিল থাকায় প্রার্থিতা বাতিল করা হয়েছে। তালিকায় এক থেকে চৌদ্দ পর্যন্ত ক্রমিক থাকায় তিনি বিষয়টি বুঝতে পারিনি। এই ভুলের কারণে রিটার্নিং কর্মকর্তা প্রার্থিতা বাতিল করেছেন। 

তিনি আরও বলেন, প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনার বরাবর আপিল করব। যদি সেখানেও বাতিল করা হয়, তাহলে হাইকোর্টে আপিল করব। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ছয়টি সংসদীয় আসনে মোট ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আজ মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৩৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। প্রার্থীর স্বপক্ষে এক শতাংশ ভোটারের সমর্থনে অসংগতি, ঋণ খেলাপি, তথ্য গোপন, অসম্পন্ন ও ত্রুটির কারণে ২২টি মনোনয়নপত্র বাতিল করা হয়।

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার