হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তের আগুন, পুড়েছে গোপন কক্ষ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ-৫ সদর আসনের মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি কক্ষে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে ওই কেন্দ্রের চার নাম্বার বুথে এই ঘটনা ঘটে। 

সরেজমিন দেখা যায়, ভোট কক্ষটি ভোটারদের জন্য প্রস্তুত করা হলেও দুর্বৃত্তের আগুনে দুই-তিনটি টেবিলের ওপরের অংশ পুড়ে গেছে। পাশে রাখা ভোট কেন্দ্রে ব্যবহৃত একটি কাপড়ও পুড়ে গেছে। কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। 

ভোট কক্ষে আগুনের ঘটনাটি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাসমত আলী। 

হাসমত আলী বলেন, দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে থেকে জানালা দিয়ে কেরোসিন তেল ঢেলে ভোট কক্ষে আগুন দিয়েছে। এ সময় আগুনে কেন্দ্রের ৪ নম্বর বুথের গোপন কক্ষ পুড়ে যায়। এছাড়া কেন্দ্রে ব্যবহৃত কাপড়ও পুড়ে গেছে। আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক কেন্দ্রের দায়িত্ব থাকা আনসার ও পুলিশ সদস্যরা পানি ঢেলে নিভিয়ে ফেলে। জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়ানোর জন্যই এমন কর্মকাণ্ড ঘটানো হয়েছে। 

এই ঘটনার পর থেকে কেন্দ্রটি পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

প্রসঙ্গ, এই আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ (ট্রাক), জাসদের এমএস আজাদ হোসেন মুরাদ (মশাল), জাতীয় পার্টির মো.ইফতারুল ইসলাম বকুল (লাঙ্গল)।

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট