হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ শুরু

 নওগাঁ প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে নওগাঁয় শুরু হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে নওগাঁয় শুরু হয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এই স্মৃতিস্তম্ভের নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, শহীদ পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে নওগাঁয় শুরু হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

জেলা প্রশাসক বলেন, ‘জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এর ডিজাইন করেছে গণপূর্ত অধিদপ্তর এবং বাস্তবায়ন করছে নওগাঁ গণপূর্ত বিভাগ। আগামী ৫ আগস্টের মধ্যে নির্মাণকাজ শেষ করে ওই দিন শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে এবং দোয়ার আয়োজন থাকবে।’

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নওগাঁর ৯ জন শহীদ হয়েছিলেন।

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মা-মেয়ের

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা