হোম > সারা দেশ > নওগাঁ

জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরতে মেলা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় শুরু হয়েছে দুই দিনব্যাপী সাহিত্য মেলা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ জিলা স্কুল মাঠে এ মেলা শুরু হয়। জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে বাংলা একাডেমি। প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক হুইপ মো. শহিদুজ্জামান সরকার।

আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মো. জাকির হোসেনসহ অন্যরা। প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমির পরিচালক নুরুন্নাহার খানম। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম এবং নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। 

এ সময় বক্তারা বলেন, সাহিত্য মেলা জেলার কবি-সাহিত্যিকদের মধ্যে মেলবন্ধন তৈরি করবে। নতুন প্রজন্মের লেখকদের এই আয়োজন যেমন অনুপ্রাণিত করবে, তেমনি সাহিত্য অনুরাগী অনেক মানবিক মানুষ তৈরি হবে। 

আয়োজকেরা জানান, দুই দিনব্যাপী এই মেলায় আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, লেখক কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা, ছড়া, ছোটগল্প, উপন্যাস ও নাটক পাঠের আয়োজন রয়েছে।

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার