হোম > সারা দেশ > নওগাঁ

নিয়ামতপুরে ভোটের দিনে মারা গেলেন প্রার্থী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে ভোটকেন্দ্রে যাওয়ার পথে নকুল চন্দ্র দাস নামের এক ওয়ার্ড সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। 

নকুল চন্দ্র দাসের ছেলে বলেন, ‘বাবা নিয়ামতপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। তাঁর প্রতীক বৈদ্যুতিক পাখা। ভোটের মাঠে প্রচারে সরব ছিলেন তিনি। আজ সকালে ভোটকেন্দ্রে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’ 

উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসুস্থতাজনিত কারণে ভোটের দিন সকালে কেন্দ্রে যাওয়ার পথে রিকশাভ্যানে ওঠার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নকুল মারা যান। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ভোট গ্রহণ যথারীতি চলছে। 

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নিয়ামতপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী নকুল চন্দ্র দাসের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তাঁর মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’ 

প্রসঙ্গত, উপজেলায় ৮টি ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ৯০টি, বুথের সংখ্যা ৫৮৬টি। ৮ ইউনিয়নে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৮৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন। 

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট