হোম > সারা দেশ > নওগাঁ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে শিক্ষার্থী গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম এজাজ আহমেদ পায়েল (১৯)। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত এজাজ আহমেদ পায়েল মান্দা সদর ইউনিয়নের দোসতি গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনিও মান্দার মমিন শাহানা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। একই কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান এ ঘটনায় বাদী হয়ে পায়েলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। 

মামলা সূত্রে জানা যায়, এজাজ আহমেদ পায়েল মান্দা মমিন শাহানা সরকারি কলেজের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী। গত ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া আশঙ্কা দেখা দেয়। 
 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছাত্রদলের কর্মী পায়েলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট