হোম > সারা দেশ > নওগাঁ

বগুড়ায় সন্ধ্যা ৭টার পর চলাচলে বিধিনিষেধসহ ১১ নির্দেশনা জারি

প্রতিনিধি

বগুড়া: বগুড়ায় সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে অতিপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে জেলা কমিটির এক সভা শেষে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এ বিজ্ঞপ্তি জারি করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় লকডাউনের পরিপ্রেক্ষিতে বগুড়ায় করোনাভাইরাস মোকাবিলায় ও জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তিতে ১১টি নির্দেশনা দেওয়া হয়েছে।
 
গণবিজ্ঞপ্তি যেসব বিধি-নিষেধের নির্দেশনা দেওয়া হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার পর অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টার পর খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ, দোকানপাট, শপিংমল, কাঁচাবাজার, খুচরা ও পাইকারি বাজারসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এবং যেখানে লোক সমাগম হয় তা বন্ধ রাখতে হবে।

সামাজিক অনুষ্ঠানসহ সব ধরনের গণজমায়েত বন্ধ থাকবে। সব কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। পাড়া–মহল্লার চায়ের দোকান ও ছোট পরিসরের দোকানগুলোও সন্ধ্যা সাড়ে ৭টার পর বন্ধ রাখতে হবে। 

সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর ও সংস্থা জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে। সব ধরনের সরবরাহ ব্যবস্থাপনা সচল থাকবে। তবে কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী পরিবহন এ আদেশের আওতা বহির্ভূত থাকবে।

এসব বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন