হোম > সারা দেশ > নওগাঁ

১৫ বছর পর মান্দায় প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

১৫ বছর পর নওগাঁর মান্দায় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার। দুটি প্যানেলে বিভক্ত হয়ে ২৫ পদে ৪৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে শিক্ষকদের মধ্যে বইছে উৎসবের আমেজ।

সূত্রে জানা গেছে, নির্বাচনে মোফাজ্জল-বদিউল-খায়রুল ও সাইফুল প্যানেল ২৫ পদেই প্রার্থী দিয়েছে। অপরদিকে মঞ্জুরুল হাসান আলম ও মোজাম্মেল হক বকুল প্যানেল ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রধান তিন পদে ৮ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়াই করছেন।

এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন ও সাংগঠনিক পদে তিনজন। আগামী শনিবার সকাল ৯টার থেকে বেলা ৩টা একটানা ভোটগ্রহণ করা হবে। এবারে মোট ভোটার সংখ্যা ৯৯৭ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, দীর্ঘদিন উপজেলায় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন হয়নি। সর্বশেষ কমিটির সভাপতি মো. সাহাদত হোসেন অবসরে যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে সাংগঠনিক কাজ চালানো হয়। নেতৃত্ব সংকটের কারণে এরই মধ্যে অনেক শিক্ষক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এসব কারণে যারা শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন তাদেরই বেছে নেবেন শিক্ষকেরা।

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

নওগাঁয় তাপমাত্রা নেমে ১২.১ ডিগ্রি সেলসিয়াস

আত্রাইয়ে বৃদ্ধকে খাদে ফেলে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার