হোম > সারা দেশ > নওগাঁ

তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে: খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘এ দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো আসবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। কোনো সন্ত্রাসীর বাংলার মাটিতে ঠাঁই হবে না। সবাইকে সজাগ থাকতে হবে বিএনপি-জামাতের আগুন-সন্ত্রাস থেকে।’ 

আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। 

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘শেখ হাসিনা সরকার বাংলাদেশের সব গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ বাড়ি দিচ্ছেন। পৃথিবীর ইতিহাসে এটি বিরল ঘটনা। করোনা মহামারির সময় একটি দল বলে বেড়িয়েছে, দেশের মানুষ না খেয়ে মারা যাবে। কিন্তু করোনাকালীন একটি মানুষও না খেয়ে মারা যায়নি। এমনকি সরকার এত বেশি খাদ্য বিতরণ করেছে, যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ, হোটেলের কর্মচারী, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কেউ বাদ যায়নি।’ 

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার আহ্বান জানান মন্ত্রী। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি লিজা আকতার বীথি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। 

উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের (২য় ধাপে) ৮৩ পরিবারের কাছে গৃহ হস্তান্তর করা হয়।

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

নওগাঁয় তাপমাত্রা নেমে ১২.১ ডিগ্রি সেলসিয়াস

আত্রাইয়ে বৃদ্ধকে খাদে ফেলে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার