হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল এর সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা ও চাঁদাবাজির মামলা আছে। 

আজ রোববার দুপুরে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইমদাদুল হক জনি (৫০)। তিনি সদর উপজেলার উলিপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে। 

এর আগে শনিবার দিবাগত রাতে আত্রাই উপজেলার বিহারীপুর রেল ব্রিজ এলাকার একটি মোবাইলের দোকান থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে রাষ্ট্রবিরোধী স্লোগান সংবলিত ৩৪টি লিফলেট, তিনটি মোবাইল ফোন, ডায়েরি, বাইসাইকেল জব্দ করে পুলিশ। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, শীর্ষ সন্ত্রাসী জনি ১৪ বছর জেলে থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন। জেল থেকে বেরিয়ে এলাকায় রাষ্ট্র বিরোধী ও সন্ত্রাসী বাহিনী গড়ে তোলার অপচেষ্টা করে। পাশাপাশি চাঁদাবাজি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আত্রাই থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ। 

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা সংস্থা ডিবির ওসি কেএম শামসুদ্দিন, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা