হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-ভাশুর পলাতক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী পলাতক আছেন।

নিহত গৃহবধূর নাম নাইস পারভীন (২৮)। তিনি উপজেলার চৌজা উত্তরপাড়া গ্রামের একরামুল হকের স্ত্রী ও এক সন্তানের মা। ঘটনার পর থেকে নিহতের স্বামী একরামুল হক ও তাঁর ভাশুর আব্দুল মালেক গা ঢাকা দিয়েছেন।

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহত নাইস পারভীনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। নিহতের স্বামী ও তাঁর ভাশুর পলাতক আছেন।

নাইস পারভীনের বাবা কফিল উদ্দিন মোল্লা বলেন, নাইস পারভীনকে প্রায় ১১ বছর আগে চৌজা উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে একরামুল হকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় জামাই মেয়েকে নির্যাতন করে আসছিলেন। এসব বিরোধের জেরে মেয়েকে পিটিয়ে হত্যা করেছে জামাই একরামুল ও তাঁর পরিবারের লোকজন।

একরামুল হকের প্রতিবেশী মজের আলী বলেন, দুপুরের রান্না করতে দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে একরামুল তাঁর স্ত্রীকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁর স্ত্রী নাইস পারভীন জ্ঞান হারিয়ে ফেলেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত