নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় সাদেকুল ইসলাম মোল্লা (৫৬) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাদেকুল ইসলাম মোল্লা মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের বিনয়বাজার পূর্বপাড়া গ্রামের আমির উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সাদেকুল ইসলাম সতিহাট এলাকা থেকে সাইকেলে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে নীলকুঠি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।