হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় দাঁড়িয়ে থাকা ভটভটিকে অ্যাম্বুলেন্সের ধাক্কা, গৃহবধূ নিহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা ভটভটিকে (থ্রিহুইলার) অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গত শুক্রবার রাত ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূর নাম সোনাভান বিবি (৫০)। তিনি উপজেলার গনেশপুর ইউনিয়নের রইছ উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন নিহতের গৃহবধূর স্বামী রইছ উদ্দিন (৫৫), অ্যাম্বুলেন্সের চালক এমরান হোসেন (২৬) ও চালকের সহকারী রঞ্জু মিয়া (৩৮)। 

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ জানান, নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর এলাকায় লাশ রেখে রাজশাহী ফিরছিল অ্যাম্বুলেন্সটি। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিতে থাকা যাত্রী রইছ উদ্দিন ও তাঁর স্ত্রী সোনাভান বিবি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় আহত হন অ্যাম্বুলেন্সের চালক এমরান হোসেন ও সহকারী রঞ্জু মিয়া। 

আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোনাভান বিবিকে মৃত ঘোষণা করেন। অন্যদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আইনি প্রক্রিয়া শেষে সোনাভান বিবির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার