হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর পোরশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ছাত্র আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরাইগাছি-আড্ডা সড়কের বারিন্দার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম আব্দুল হালিম (১৮)। সে দয়াহার শেখপাড়া ফয়জিয়া দারুল উলুম মাদ্রাসার হাফতম শ্রেণির ছাত্র ও দিঘা বিশইল গ্রামের একরামুল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা ছুটির পর হাকিম নিজ বাড়িতে যাওয়ার জন্য অপর একজন ছাত্রকে সঙ্গে নিয়ে সাইকেল যোগে সরাইগাছি মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় সরাইগাছি-আড্ডা সড়কের বারিন্দার মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুত গতির শ্যালো মেশিন চালিত গাড়ি তাঁর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সাইকেলে থাকা দুজনই সড়কের ওপর ছিটকে পড়ে গেলে গাড়িটি হাকিমকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে হাকিম ঘটনাস্থলেই মারা যায়। আহত অপর ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সে বাড়িতে ফিরে গেছেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে তবে চালত পলাতক রয়েছে।

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট