হোম > সারা দেশ > নওগাঁ

নিয়ামতপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় রাবেয়া বেগম (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুর ১টায় উপজেলার সদর ইউনিয়নের গলাইকুড়ি (গবরার মোড়) গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের সৎছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ওই নারী গলাইকুড়ি গ্রামের ইসরাইলের স্ত্রী। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তরুণের নাম শাহিন হোসেন (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের সময় রাবেয়া বেগমের স্বামী ইসরাইল জুমার নামাজ পড়তে মসজিদে যান। দুপুরে শাহিন গোসল করার জন্য পানি তোলার মোটরে সুইচ দিতে গেলে তাঁর মা রাবেয়া বেগম তাঁকে মোটর চালু করতে নিষেধ করে। রাবেয়া মোটরে গোসল না করে পুকুরে গোসল করতে বলেন তাঁকে। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহিন বাড়িতে থাকা দা দিয়ে রাবেয়ার মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে রাবেয়া বেগম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বাড়িতে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে রাবেয়াকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বিকেল ২টার দিকে নিয়ামতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং শাহিনকে আটক করে থানায় নিয়ে যায়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হ‌ুমায়ূন কবির বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত নারীর সৎছেলে শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট