নওগাঁর মহাদেবপুরে গোসলখানায় রাখা বালতির পানিতে পড়ে দুই বছর বয়সী শিশু ওয়াসিফা আক্তারের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার নাটশাল গ্রামে এই ঘটনা ঘটে। ওয়াসিফা উপজেলা সদরের নাটশাল গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে।
ওই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ওয়াসিফাকে তার পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে নিজেদের গোসলখানায় রাখা একটি বড় বালতিতে রাখা পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, দুপুরে বাড়ির কেউ গোসল করার জন্য গোসলখানায় বড় বালতিতে পানি ভরে রাখে। সবার অজান্তে সেই বালতির পানিতে পড়ে শিশুটি মারা যায়।
এ বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক।’