হোম > সারা দেশ > নওগাঁ

নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন কলেজছাত্র

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় নিজের গোপনাঙ্গ কেটে ফেলেছেন এক কলেজশিক্ষার্থী (২৫)। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে নওগাঁ জেনারেল হাসপাতাল, পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

আজ সোমবার নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নে দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

কলেজশিক্ষার্থীর খালাতো ভাই বলেন, দুপুরের দিকে টয়লেটে গিয়ে ব্লেড দিয়ে নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্যরা গিয়ে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর বেলা আড়াইটার দিকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

খালাতো ভাই আরও বলেন, দুই মাস থেকে তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। এ ছাড়া ১০-১৫ দিন ধরে কারও সঙ্গে কথা বলছিলেন না। এমনকি বাড়ি থেকে বেরও হন না। কেন এমনটা করল বা অন্য কোনো কারণ আছে কি না, সেটা এখন বলা যাচ্ছে না।

নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমা সুলতানা মনিকা বলেন, ‘ওই কলেজছাত্রের পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তাঁর। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়ায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ এ ঘটনায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।’

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট