হোম > সারা দেশ > নওগাঁ

করোনায় আক্রান্ত খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

নওগাঁ প্রতিনিধি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। তবে তাঁর শরীরে করোনাভাইরাসের তেমন কোনো উপসর্গ নেই। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। মন্ত্রী এখন ঢাকাতে বাসায় অবস্থান করছেন। খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার বিকেলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন বলেন, গত মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন সাধন চন্দ্র মজুমদার। বুধবার বিকেলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। 

জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘মন্ত্রীর শরীরে করোনা উপসর্গের কোনো রকম লক্ষণই ছিল না। হেলিকপ্টারে আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের একটি কনভেনশন সেন্টারে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত সফল ব্যবসায়ী ও চেয়ারম্যানদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রীর যোগ দেওয়ার কথা ছিল। এ জন্য সকল প্রস্তুতিও গ্রহণ করা হয়েছিল। নওগাঁ সফরে আসার জন্য করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন মন্ত্রী। তারপর বুধবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে।’ 

বর্তমানে খাদ্যমন্ত্রী সুস্থ আছেন জানিয়ে কামাল হোসেন বলেন, ‘তিনি (মন্ত্রী) বাসায় আইসোলেশনে আছেন। সবার দোয়া চেয়েছেন তিনি।’ 

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

নওগাঁয় তাপমাত্রা নেমে ১২.১ ডিগ্রি সেলসিয়াস