কক্সবাজারের বিখ্যাত ‘মারমেইড কফি’ উত্তরের জেলা নওগাঁয় যাত্রা শুরু করেছে। আজ মঙ্গলবার নওগাঁ শহরের কাজীর মোড়ে মারমেইড কফির আউটলেটটি উদ্বোধন হয়।
যানা যায়, যারা একটু আরাম-আয়েশ করে কফি পান করতে চান তাদের মনের মতো করে সাজানো হয়েছে আউটলেটটি। শপের দেয়ালের স্থান পেয়েছে রং-তুলিতে আঁকা চিত্র। বসানো হয়েছে উন্নতমানের কফি মেশিন। মৃদু মিউজিকের তালে একসঙ্গে পাঁচ-ছয়জন বসে কফির সঙ্গে আড্ডায় মেতে উঠতে পারবেন।
দৃষ্টিনন্দন মারমেইড কফি শপে সিগনেচার কফিগুলোর পাশাপাশি আরও রয়েছে কোল্ড কফি, আইস টি, আজোয়া, ব্রাউনি, মাফিন, স্যান্ডউইচসহ বিভিন্ন হালকা খাবারের আয়োজন। মারমেইড কফি শপের পরিবেশ দেখে অভিভূত স্থানীয় বাসিন্দারা।
সুমন আলী নামের এক যুবক বলেন, আড্ডায় বাড়তি মাত্রা যুক্ত করতে নওগাঁয় একটি উন্নত মানের কফি শপের প্রয়োজন ছিল। জেলা শহরে এমন ডেকোরেট কফি শপ খুঁজে পাওয়া দুর্লভ।
মারমেইড কফির পরিচালক (সেলস) আরমান পারভেজ মুরাদ বলেন, মারমেইড পরিবারের এবারের উপহার মারমেইড কফি। সারা দেশে মারমেইড কফি পৌঁছানোর পরিকল্পনা রয়েছে আমাদের। সবার আগে নওগাঁবাসীই পাচ্ছেন মারমেইড কফির স্বাদ নেওয়ার সুযোগ। যারা কফি শপে নিয়মিত যান তাদের জন্য চমক থাকছে মারমেইড কফি শপে।