হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাপাহার-নজিপুর আঞ্চলিক সড়কের নকুচা করমজাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বড় মহরন্দী গ্রামের জুয়েল হোসনের স্ত্রী বুলবুলি খাতুন (৪২) ও মৃত ময়েজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৬০)। আহত হলেন মনরন্দী গ্রামের কাদের হোসেনের ছেলে ভ্যানচালক ফজলুর রহমান। 

থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ফারুক ও বুলবুলি নিজ বাড়ি মহরন্দি গ্রাম থেকে ভ্যানে করে সাপাহার-নজিপুর সড়ক দিয়ে উপজেলার মধইল বাজারে যাচ্ছিলেন। নকুচা করমজা এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানের দুই চাকার লোহার রডটি ভেঙে ভ্যানটি সড়কে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝায় ট্রাক্টর তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বুলবুলি খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন ভ্যানচালক ফজলুর ও ভ্যানের যাত্রী ফারুক হোসেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আহত ফারুক হোসেনের মৃত্যু হয়। ভ্যানচালক ফজলুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে নকুচা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। একই সঙ্গে ট্রাক ও দুর্ঘটনাকবলিত ভ্যানটিও জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর ট্রাকের চালক আর তাঁর সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার