নওগাঁর পোরশায় জোড়া লাগা যমজ কন্যাশিশুর জন্ম হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সারাইগাছী বাজারের এক বেসরকারি হাসপাতালে ওই যমজের জন্ম হয়। পরে দুই নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়।
জোড়া লাগা নবজাতক দুটির মা ফিরোজা বেগম উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
ওই হাসপাতালের পরিচালক মোহাম্মদ নুরনবী জানান, গতকাল শুক্রবার বিকেলে গাঙ্গুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী ফিরোজাকে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তাঁর অস্ত্রোপচার করেন ডা. নুর মোহাম্মদ। অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া যমজ কন্যাশিশুর জন্ম দেন ফিরোজা বেগম। শিশু দুটি সুস্থই ছিল। পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।