হোম > সারা দেশ > নওগাঁ

অপশক্তিকে রুখতে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনধি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক বুকের তাজা রক্ত ঢেলে দেন। তাঁদের ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের স্বধিকার এবং স্বাধীনতা আন্দোলনের বীজ বপন হয়েছিল। তাই বঙালি জাতীকে ফিরে যেতে হবে সেই শিকড়ের সন্ধানে। তবেই স্বাধীনতার চেতনাকে আমরা বুকে ধারণ করতে পারব।’ 

আজ মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। 

খাদ্যমন্ত্রী বলেন, ‘ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির লড়াই সংগ্রামের গোড়া পত্তন হয়েছিল। যার নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সকল অপশক্তিকে দমন করে সেই চেতনা ধারণ করতে হবে। আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।’ 

সভায় সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেলসহ জেলা আওয়ামী লীগ ও এর সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে রাত ১২টা ১ মিনিটে নওগাঁ শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খাদ্যমন্ত্রী। এ সময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে একে একে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা ইউনিটসহ সর্বস্তরের মানুষের ঢল নামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার