ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় বাসের চাপায় আনিসুর রহমান (৩০) নামে এক মিলশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
নিহত আনিসুর রহমান ত্রিশালের বাবুপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি উপজেলার জামিরদিয়া রিদিশা স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিক পদে চাকরি করতেন। আহতরা হলেন হৃদয় ও ইব্রাহিম।
এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ীর আমতলী নামক স্থানে দ্রুতগামী একটি বাস আনিসুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়।