হোম > সারা দেশ > শেরপুর

৭৮ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল নয়টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের নকশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

আটক শফিকুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাঝরাকুড়া কড়ইতলা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

পুলিশ বলছে, সোমবার সকাল নয়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যসহ কাংশা ইউনিয়নের নকশী ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ শফিকুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক হাজার টাকার ৪৯টি ও ৫০০ টাকার ৫৯টি জাল নোট উদ্ধার করা হয়। পরে তার নামে মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার