হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে কর্মচারী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

টিকিট কালোবাজারির অভিযোগে ময়মনসিংহ রেলওয়ের কর্মচারী (বুকিং সহকারী) মো. রফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে রেলওয়ে পুলিশ কালোবাজারির ১২টি টিকিট জব্দ করে।

আজ সোমবার বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা রেলওয়ে বিভাগের পুলিশ সুপার আনোয়ার হোসেন এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার রাত ১১টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে পুলিশ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১২টি টিকিট, কালোবাজারির ৫ হাজার ১০০ টাকা, দুটি মোবাইল ফোন, সাধারণ যাত্রীদের এনআইডি ও মোবাইল নম্বর সংবলিত তালিকা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রফিকুল ইসলাম দায়িত্ব পালনের সময় কাউন্টারে টিকিট কাটতে আসা সাধারণ যাত্রীদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করে নিজের কাছে রেখে দিতেন। পরে সুযোগ বুঝে সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন গন্তব্যের ভিন্ন ভিন্ন ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিতেন। এরপর বাইরে এনে পরিচিত দালাল ও কালোবাজারিদের কাছে সরবরাহ করতেন। টিকিট বিক্রির লভ্যাংশ তিনি বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে বুঝে নিতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম আগেও টিকিট কালোবাজারিতে জড়িত এমন তথ্যপ্রমাণ রয়েছে। তাঁর বিরুদ্ধে রেলওয়ে থানায় নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা