হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে কর্মচারী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

টিকিট কালোবাজারির অভিযোগে ময়মনসিংহ রেলওয়ের কর্মচারী (বুকিং সহকারী) মো. রফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে রেলওয়ে পুলিশ কালোবাজারির ১২টি টিকিট জব্দ করে।

আজ সোমবার বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা রেলওয়ে বিভাগের পুলিশ সুপার আনোয়ার হোসেন এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার রাত ১১টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে পুলিশ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১২টি টিকিট, কালোবাজারির ৫ হাজার ১০০ টাকা, দুটি মোবাইল ফোন, সাধারণ যাত্রীদের এনআইডি ও মোবাইল নম্বর সংবলিত তালিকা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রফিকুল ইসলাম দায়িত্ব পালনের সময় কাউন্টারে টিকিট কাটতে আসা সাধারণ যাত্রীদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করে নিজের কাছে রেখে দিতেন। পরে সুযোগ বুঝে সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন গন্তব্যের ভিন্ন ভিন্ন ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিতেন। এরপর বাইরে এনে পরিচিত দালাল ও কালোবাজারিদের কাছে সরবরাহ করতেন। টিকিট বিক্রির লভ্যাংশ তিনি বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে বুঝে নিতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম আগেও টিকিট কালোবাজারিতে জড়িত এমন তথ্যপ্রমাণ রয়েছে। তাঁর বিরুদ্ধে রেলওয়ে থানায় নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে